শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বেতাগীতে স্থানীয় নেতাদের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতাদের বৈঠক

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বেতাগীতে সাদা দিলের কাঁদা উঠাতে স্থানীয় নেতাদের সাথে বৈঠক করেছেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র নেতারা। বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সভাপতি এ্যাডভোকেট নিতাই রায় চেীধুরী নেতৃত্বে দলের নির্দেশনা অনুসারে এ বৈঠকে বসেন। আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাÐে প্রতিক‚লতার আবর্তে থাকা সংগঠনকে সুসংগঠিত ও মাঠ পর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে বিরোধ থাকলে তা মেটানোর তাগিদ দিতে বরগুনা জেলায় সাংগঠনিক সফরের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে এ বৈঠকের খবর দলীয় সূত্রে নিশ্চিত করা হয়। গত পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে দলের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয় এমনই অভিযোগ তৃণমূলের একাধিক নেতাকর্মী। এক পর্যায়ে নেতাদের মাঝে বিভেদ চরম আকারে ধারণ করে। এরই জের ধরে অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি শাহজাহান কবিরের দলের সভাপতির পদ স্থগিত করে। ফলে আভ্যন্তরীন কোন্দলে জড়িয়ে নেতাকর্মীরা আবরো বিভক্ত হয়ে পরে। গত শনিবার সন্ধ্যা ৬ টায় প্রথম দফায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি বেতাগী শাখার সভাপতি মো: শাহজাহান কবিরের সভাপতিত্বে তার পরিষদ কার্যালয় বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রভাষক জাকির হোসাইন, পৌর বিএনপির সভাপতি হাবীবুর রহমান, সাধারন সম্পাদক মিজানুর রহমান খান, উপজেলা যুবদলের সভাপতি মশিউর রহমান, বুড়ামজুমদার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশীদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন