শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিবন্ধ

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

মশার উত্পাতে নগরবাসী অতিষ্ঠ

খানাখন্দে ভরা পুরনো ঢাকার রাস্তাঘাট সংস্কারের কোনো উদ্যোগ নেই। সড়কবাতি জ্বলে না। জলাবদ্ধতা কে দূর করবেÍওয়াসা না সিটি করপোরেশন? গর্তের কারণে রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। তারপর মশার যন্ত্রণায় ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করতে পারে না। মশার কয়েল স্বাস্থ্যের জন্য বিপদজ্জনক। মশার ওষুধ না ছিটানো বা মশা নিধনে কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় মশা এখন আরো শক্তিশালী। দিন দিন যে হারে মশার উপদ্রব বাড়ছে তাতে ম্যালেরিয়া ঘরে ঘরে ছড়িয়ে পড়তে পারে। আগে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালানো হতো। বর্তমানে এ ধরনের কোনো পরিকল্পনা ঢাকা সিটি করপোরেশনের না থাকায় নগরবাসী উদ্বিগ্ন। ফলে মশার বংশবৃদ্ধির সুযোগ অবারিত। আমরা আশা করি, ঢাকা সিটি করপোরেশন বিলম্ব না করেই মশকবিরোধী অভিযান শুরু করবে। সেইসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান চলানো দরকার। গৃহবাসীদের পরিচ্ছন্নতার ব্যাপারে উদ্বুদ্ধ করা দরকার। গ্রাউন্ড অপারেশন চালানোর ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার কোনো বিকল্প নেই।
মাহবুবউদ্দিন চৌধুরী
১৭ ফরিদাবাদ গেÐারিয়া, ঢাকা ১২০৪

ফুটপাতে হোন্ডা
ঢাকা শহরে হোন্ডা যারা চালান তারা ধরাকে সরা জ্ঞান করেন! তা না হলে পথচারীদের পায়ে চলার পথে তাঁরা হোন্ডা নিয়ে উঠবেন কেন? ফুটপাতের মানুষগুলোকে ঠেলেঠুলেই যেন পথ করে নিতে চান। পথচারীদের মধ্যে কেউ কিছু বললে তাদের ঔদ্ধত্য আরো বেড়ে যায়। ফুটপাতে হোন্ডা চালনা বন্ধ করতে মাঝে মধ্যে ম্যাজিস্ট্রেটগণ ছদ্মবেশে অভিযান চালাতে পারেন। বিশেষ করে অফিসে যাবার সময় ও অফিস শেষে বিভিন্ন ফুটপাতে এরূপ অভিযান চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
শামসুল করীম খোকন,
তেজগাঁও, ঢাকা
স্মরণ থেকে স্মরণী নয়,
সরণি বা সরণী লিখুন
বাংলা ভাষায় প্রচলিত ‘সড়ক’ বাদ দিয়ে ‘সরণি’ দু’জন ব্যক্তিত্বের নাম রাজধানীতে দুটো সড়কের ক্ষেত্রে ব্যবহূত হচ্ছেÍসৈয়দ নজরুল ইসলাম সরণি ও তাজউদ্দীন আহমেদ সরণী। কিন্তু বিভিন্ন সরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান, সংগঠন, সংস্থা তাদের সাইনবোর্ড, ব্যক্তিগত নামফলক, প্যাড, ম্যাগাজিন, স্মারক, অফিসিয়াল কাগজপত্রে ভুল বানান লিখে চলেছে। কেউ কেউ মনে করছে ‘স্মরণ’ থেকে বুঝি ‘স্মরণী’ হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়াধীন জাতীয় জরিপ অধিদপ্তরে প্রবেশের পথে লাগানো সাইনবোর্ডে লেখা হয়েছেÍ২৯ তাজউদ্দীন আহমেদ স্মরণী। মগবাজার রেলগেট সংলগ্ন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সাইনবোর্ডে লেখাÍতাজউদ্দীন আহমেদ সরণী। এছাড়া পল্টন মোড়, বিজয়নগর, মগবাজার রোড, সাত রাস্তা, তেজগাঁও এলাকার শত শত প্রতিষ্ঠানের সাইনবোর্ডে সরণি বা সরণী বানানটি লেখা হয়েছে স্বরণী, স্বরণি, স্মরণীÍএভাবে। সবার জ্ঞাতার্থে জানাচ্ছিÍবাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা উচ্চারণ অভিধানে সরণি বা সরণীর অর্থ লেখাÍপথ, রাস্তা, শ্রেণি, সারি, রীতি বা প্রণালি। অতএব, এই ভাষার মাঝে সাইনবোর্ডসহ যেখানে যেখানে ‘সরণি’ বা ‘সরণী’ শব্দটি ভুল বানানে লিখেছেন, সব লেখা সংশোধন করে মূর্ধন্য-ণ এ হ্রস্ব-ই কার বা দীর্ঘ ঈ-কার দিয়ে লিখে বাংলা ভাষার প্রতি সম্মান প্রদর্শন করুন।
শামসুল করীম খোকন
বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন