শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কুড়িগ্রামে চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তিস্তা নদীর অববাহিকার চরাঞ্চলগুলোতে চলতি মৌসুমে প্রায় তিনশত হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। বাম্পার ফলন হওয়ায় বাদাম আবাদকারী কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। বর্তমানে বাদাম তুলতে ব্যস্ত সময় পাড় করছে কৃষকরা। এবারে প্রাকৃতিক দূর্যোগের কারণে ধান ও পাটের আবাদে ব্যাপক ক্ষতি হলেও বাদামের আবাদে প্রভাব পড়েনি। আবহাওয়া অনূকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় বাদামের ফলন হয়েছে ভাল। রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলার চর, শিয়াল খাওয়ার চর, তৈয়বখাঁর চর, গাবুরহেলান, আনন্দ বাজার, নাজিমখান ইউনিয়নের রতিদেব চর, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের রামহরি, চর খিতাবখাঁ, ছিনাই ইউনিয়নের কালুয়ার চরসহ চরাঞ্চলে গিয়ে দেখা যায়, দিগন্ত মাঠজুড়ে সবুজ বাদামগাছের সমারোহ।
পাড়া মৌলার চরের কৃষক আব্দুল হাকিম সবুজ ও  কামরুজ্জামান জানান, ২৫ বিঘা জমিতে প্রায় ৮/৯মেট্রিক টন বাদাম পাওয়া যাবে। অন্যান্য বছরের তুলনায় এবছর দ্বিগুন বাদাম পাওয়া গেছে। অন্যান্য চরের বাদাম চাষী কৃষক জাহেরুল ইসলাম, শাহজামাল, আব্দুল বাতেন, মিজানুর রহমান, পিয়ারুল ইসলাম জানান, চরের জমিতে বাদামের ফলন ভালো হওয়ায় আমরা খুশি। আগামীতে আরো বেশি জমিতে বাদাম চাষ করবেন বলে জানান তারা।
তৈয়বখাঁ চরের চাষী রফিকুল ইসলাম এ চরে এ বছর শতাধিক চাষী বাদাম আবাদ করেছেন। প্রতি বিঘা জমিতে বাদাম আবাদে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হয়। আর এক বিঘা জমির বাদামে খরচ বাদে ৮/৯ হাজার টাকা লাভ হবে। ফলে ধান ও পাট আবাদের চেয়ে বাদাম চাষ অধিক লাভ জনক। তাই কৃষকরা এ আবাদে বেশী ঝুঁকে পড়েছে। বর্তমানে প্রতি কেজি বাদাম ৫৫ টাকা থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে বলে কৃষকরা জানান। রাজারহাট উপজেলা কৃষি অফিসার ষষ্টি চন্দ্র রায় জানান, চলতি মৌসুমে রাজারহাট উপজেলায় প্রায় ২৮০ হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২হাজার মেট্রিক টন। আবহাওয়া অনুকুল থাকায় এবং কৃষি বিভাগের পরামর্শের ফলে বাদামের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকরা খুশি। আগামী বছরে আরো বেশী বাদামের চাষবাদ হবে বলে আশা করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন