শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কণা-ইমরানের সঙ্গে গাইলেন সংগীত পরিচালক ইমন

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: কণা এবং ইমরান জুটিকে নিয়ে সংগীত পরিচালক শওকত আলী ইমন আগে অনেক গান করেছেন। এবারের ঈদে তারা আবারও এক হয়েছেন একটি বিশেষ গানে। কণা-ইমরানের সঙ্গে ইমনও কণ্ঠ দিয়েছেন গানটিতে। ‘আমি অবাক হয়ে যাই’ শিরোনামের বিশেষ এই গানটি লিখেছেন সাংবাদিক মাহমুদ মানজুর। যা বিশেষভাবে তৈরি হয়েছে বিটিভি’র ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ এর জন্য।‘পরিবর্তন’ এর পরিকল্পক-উপস্থাপক আনজাম মাসুদ জানান, চমকে ভরা বিশেষ এই গানটিতে চমক রয়েছে আরও। গানটির সুর তৈরি করেছেন আরেক প্রতিভাবান কণ্ঠশিল্পী সুজন আরিফ এবং সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। এক গানে জনপ্রিয় এত মানুষের মেধার সম্মিলন এর আগে খুব একটা ঘটেনি। শওকত আলী ইমন বলেন, ‘সারাজীবন অন্যদের জন্য গান তৈরি করেছি। নিজের জন্য খুব বেশি গান তৈরির সময় পাইনি। নিজে সুরকার বলে অন্য সুরকারদের কাছেও কণ্ঠশিল্পীর মূল্যায়নটা পাইনি। তবে এই বিশেষ গানটিতে কণ্ঠশিল্পী হিসেবে অংশ নিতে পেরে দারুণ লেগেছে। গানটি অসাধারণ হয়েছে। আমরা সবাই প্রাণখুলে গেয়েছি। আরিফ আর রুমিও গানটির সুর-সংগীত অসাধারণ করেছে। অন্যের সুর-সংগীতে এটা আমার জীবনের প্রথম গান।’ এদিকে ইমরান বলেন, ‘কণা আপুর সঙ্গে নিয়মিত গাইছি। তবে এটা ভাবিনি কখনও, আমরা তিন জন একটি গানে কণ্ঠ দিবো। অসম্ভব ভালো একটি গান হয়েছে। দেশ প্রেমের একটা অসাধারণ গান। আমার বিশ্বাস গানটি শুধু ঈদে নয়, ১২ মাসই বাজবে মানুষের মনে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন