শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সীমাহীন যানজট বাড়ছে দুর্ভোগ

সান্তাহারে রেলগেটের ভিতরে একাধিক ভ্যান গাড়িতে পাপন বিক্রি

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মোঃ মনসুর আলী, আদমদীঘি (বগুড়া) থেকে : বগুড়ার সান্তাহার জনগুরুত্বপৃর্ণ রেলওয়ে জংশন শহর এখন যানজোটের শহরে পরিণত হয়েছে। শহরের জন গুরত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক পুলিশ ব্যাবস্থা না থাকলেও ডিউটিরত স্থানীয় পুলিশের সামনে রাস্তার উপর যানবাহন দাঁড় করিয়ে চালকরা খেয়াল খুশিমত যানবাহন চলাচ্ছেন এবং যত্রতত্র যানবাহন দার করে রাখায় রাস্তাগুলোতে সব সময় যানজোট লেগে থাকে। ভয়াবহ যানজেটের কারনে শহরে স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ সর্ব সাধারনদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে ট্রেন যাত্রীদের নাখালে পরতে হয়। রেলওয়ে বৃহওম জংশনের জনগুরুত্বপৃর্ণ সান্তাহার পৌর শহরে জনসাধারনের সুষ্ঠভাবে চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থা না থাকায় যানজোটে শহর বাসী ও যাত্রী সাধারনকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহণ না করায় সমস্যাটি দীর্ঘস্থায়ী হয়ে পড়েছে। শহর ঘেষে একটি বাইপাস সড়ক থাকলে ও স্থানীয় ট্রাক ও ট্রাক্টরগুলো রেলওয়ে মালগুদাম, সি,এস,ডি খাদ্যগুদাম, সইলো, বাফার (সার) গুদাম থেকে মালামাল পরিবহ করে শহরে মধ্যে দিয়ে চলাচল করছে। এছাড়া আটো টেম্পু, সিএনজি, ব্যাটারি চালিত চার্জারের কোন স্ট্যান্ড নেই। সান্তাহার পৌরসভা কর্তপক্ষ ব্যাটারিচালিত চার্জর, ভ্যানসহ বিভিন্ন যানবাহনের লাইসেন্স দেয়া অব্যাহত রাখায় দিন দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যানজোটও বৃদ্ধি পাচ্ছে।শহরের ভিতরে রাস্তার উপর যানবাহন দার করে রেখে যাত্রী উঠানো এবং নামানো হয়। এতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ও দুই নম্বর রেলগেট, নওগা সড়কের সান্তাহার শহরের প্রবেশ পথে,ষ্টেশন রোডে ব্যাপক যানজোটের সৃষ্টি হয়। ষ্টেশন রোর্ডে একদিকে দারকরে রাখা যানবাহ অন্যদিকে রেলের লেভেল ক্রসিং রেলগেটের ভিতরে রাস্তার উপর ভ্যানে পাপন, জিলাপি, ফুসকার অবৈধ ভাবে দোকান বসানের ফলে রেলগেটে ভয়াভহ যানজেটের সৃষ্টি হয়। ফলে পথচলা জনসাধারকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সাথে কথা বললে তিনি বলেন, সান্তাহার শহরে যে সব যানবাহন চলাচল করছে সবগুলো আমাদের পরিষদের লাইসেন্সকৃত নয়। নওগাঁ জেলা শহরের রিক্সা, সিএন জি ব্যাটারী চালিত গাড়ী বেশী। সান্তাহার শহর রেলওয়ে জংশন শহর এখানে রেলওয়ের জায়গা বেশী। একবরে এতগুলো যানবাহনের ষ্ট্যান্ড সম্ভব নয়। পর্যায়ক্রমে এসব সমাধানের পরিকল্পনা নেয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন