রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শিল্পী সমিতির ভুয়া সদস্যদের বিরুদ্ধে অভিযান চলবে-জায়েদ খান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ভুয়া সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমিতির এমন অনেক সদস্য আছেন যারা সদস্য হওয়ার শর্ত পূরণ হওয়া ছাড়াই সদস্য হয়েছেন। এ ধরনের সদস্য সংখ্যা ২৭০ জন। সমিতির সাধারণ স¤পাদক জায়েদ খান বলেন, এদের অধিকাংশ অযোগ্য ও বিতর্কিত। তাদের কারণে সমিতির স্বাভাবিক কার্যক্রম ও সুষ্ঠ নির্বাচন ব্যাহত হচ্ছে। এ ২৭০ জনের ব্যাপারে সমিতি নতুন করে সিদ্ধান্ত নেবে। আমরা তাদের সাথে সরাসরি কথা বলবো। যিনি শর্ত পূরণ করতে পারবেন তিনি পূর্ণ সদস্য থাকবেন, তা নাহলে সহযোগী সদস্য করে দেয়া হবে। ফলে তাদের ভোটাধিকার থাকবে না। জায়েদ বলেন, সমিতির সদস্যপদ নিয়ে এতকাল অনেক অনিয়ম হয়েছে। অনেক সদস্য আছেন যাদের একটি সিনেমাও নেই। অভিযোগ রয়েছে, অনেক সদস্য আছেন যারা টাকার বিনিময়ে সদস্য হয়েছেন। এমন আরও অনেক বিব্রতকর ঘটনা রয়েছে। সব মিলিয়ে আমরা নির্বাচিত কমিটি সর্বসম্মত হয়ে মনে করছি, চলচ্চিত্রের উন্নতি এবং শিল্পীদের মান রক্ষার জন্য এই বিতর্ক থেকে বেরিয়ে আসা দরকার। একটা শুদ্ধি অভিযান দরকার। সাধারণ সদস্যরাও আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণ সদস্য হতে হলে একজন শিল্পীর ন্যূনতম পাঁচটি চলচ্চিত্র মুক্তি এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে হয়। অভিযুক্ত ২৭০ জনের সিংহভাগেরই সেই যোগ্যতা নেই বলে প্রমাণ মিলেছে। এদিকে যারা বাদ পড়তে পারেন তাদের অনেকেই বলছেন, সমিতির বর্তমান কমিটি তো আমাদের ভোটেই নির্বাচিত হয়েছে। আমরা তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছি। এখন আমরা যদি ভোটাধিকার হারাই, তবে তাদের নির্বাচিত হওয়াটাও তো প্রশ্নবিদ্ধ হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন