আইনি লড়াইয়ের পর আদালতের রায়ের আলোকে শপথ পাঠ করে চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পেলেন জায়েদ খান। গত শুক্রবার তিনি শপথ নেন। শপথ নেয়ার পর তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, আদালতে দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত। অবশেষে দায়িত্ব শপথ নিয়ে স্বস্তি পাচ্ছি। এখন কাজ করতে চাই। সদস্যদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছিল তা দূর করে সবাইকে নিয়ে সমিতিকে এগিয়ে নিতে চাই। জায়েদ বলেন, আমি আদালতের প্রতিটি নির্দেশ মেনে চলেছি। আদালত যে রায় দেবে তা মেনে নেয়ার মনোভাব নিয়ে ধৈর্য্য ধরে ছিলাম। আদালতের রায় যদি আমার বিপক্ষে যেত, তাহলেও আমি তা মেনে নিতাম। তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম, রায় আমার পক্ষে আসবে। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল, তা যে ভিত্তিহীন ছিল, তা এখন প্রমাণিত হয়েছে। আদালতের রায়ে সত্যের জয় হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি। আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। আইনজীবী, মিডিয়া, ভক্ত সবার কাছে কৃতজ্ঞতা জানাই। এখন আমার দায়িত্ব হচ্ছে, বিগত দিনের ধারাবাহিকতায় সমিতির সদস্যদের কল্যাণ আরও কিভাবে বৃদ্ধি করা যায়, এ ব্যাপারে কাজ করা। সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন