শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

যতবার নির্বাচন হবে, ততবারই জিতব -জায়েদ খান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

চিত্রনায়িকা নিপূণ চলচ্চিত্র শিল্পীর নির্বাচনে পরাজিত হয়ে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচনের দাবী জানিয়েছেন। এর জবাবে, গত রবিবার সন্ধ্যায় এফডিসিতে জায়েদ খান দৃঢ়তার সাথে বলেন, আগামীতে আবার নির্বাচনে অংশগ্রহণ করলে, তাতেও বিপুল ভোটে জিতব। যতবার নির্বাচন করবো, ততবারই জয়ী হবো। এটা আমার আত্মবিশ্বাস। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী এ কারণে যে, আমি সদস্যদের কল্যাণে কাজ করেছি। তাদের পাশে দাঁড়িয়েছি। সুখে-দুঃখে তাদের সাথী হয়েছি। সততা ও আন্তরিকতা নিয়ে কাজ করেছি। সদস্যরা তা ভুলে যায়নি, যাবেও না। ভুলে যায়নি বলেই তারা আমাকে পুনরায় নির্বাচিত করেছে। আর সততার সাথে ভালো কাজ করলে তাদের নিয়ে কিছু মানুষ কথা বলবেই। জায়েদ বলেন, শিল্পীরা আমাকে ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন। তারা আমার জয়ে খুশি। গত ৪ বছর ধরে তাদের জন্য কাজ করেছি, তাহলে তারা কেন আমাকে ভোট দেবে না? তার বিরুদ্ধে নিপূণের অভিযোগ প্রসঙ্গে বলেন, এটি স¤পূর্ণ বানোয়াট এবং একটি সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন