শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শ্রদ্ধা জানাল উপজাতি শিক্ষার্থীরা

পীরগঞ্জে মাটির তৈরি শহীদ মিনার

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা: রংপুরের পীরগঞ্জ উপজেলায় এবারের ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পাট উজিরপুর গ্রামে উপজাতি পল্লীতে গির্জার সামনে মাটির তৈরি শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে সুবিধাবঞ্চিত উপজাতি শিক্ষার্থীরা।
জানা যায়, পীরগঞ্জের প্রতিভাবানময় শিক্ষার্থী আবু জুবায়ের ননতু’র উদ্যোগ আর উপজেলার ‘সাম্য খেলাঘর আসর’র সহযোগিতায় বড়আলমপুর ইউনিয়নের উপজাতি পল্লীতে শিক্ষার্থীরা ইট-মাটি দিয়ে শহীদ মিনার নির্মাণ করেছে। পুঁই শাকের বীজ থেতলে বের করা লাল রঙ দিয়ে শহীদ মিনারের রঙ করা হয়। সেখানেই প্রতিষ্ঠা করা হয় ‘সান্তালি খেলাঘর আসর’। ওই খেলাঘরের সদস্য উপজাতি শিক্ষার্থী চিচিরিয়া, বেরজিনা, সীমা, নীলা, মারটিনা, পলরবি, রোমানা, স্যামুয়েল, সুবর্ণা, সুরভি, রোজিনাসহ অনেকেই প্রভাত ফেরির পর বেদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও সপ্তম শ্রেণির ছাত্র স্যামুয়েল প্রার্থনা করেছে। মারটিনা, পলরবি জানায়, এতদিন ইচ্ছাগুলোকে দমন করেছিলাম। আমাদের গীর্জার সামনে মাটির তৈরি শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে পেরে আমরা আনন্দিত। স্যামুয়েল জানায়, আমাদের ভাষার পাশাপাশি রাষ্ট্রীয় ভাষা বাংলাকে সার্বজনীনভাবে ব্যবহার ও রক্ষা করার জন্য প্রার্থনা করেছি। সাম্য খেলাঘর আসরের নিতাই চন্দ্র, আসাদও সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন। শহীদ মিনারটির নির্মাতা ননতু জানায়, শ্রদ্ধা আর দেশাত্ববোধ সৃষ্টির লক্ষ্যেই উপজাতি পল্লীতে শহীদ মিনার করা হয়েছে। এখানে প্রশাসনের অনেকেই এসেছেন। মাটির নির্মিত শহীদ মিনারের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এমন উদ্যোগের কারণে সবাই লাইক ও কমেন্টে প্রশংসা করেছেন। ননতু ‘ডিপ্লোমা ইন গ্রাফিক্স ডিজাইন’ শেষ করেছেন। তিনি ভারতে উচ্চ শিক্ষা নেবেন বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন