বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

খুলনা আলিয়া মাদরাসা সরকারিকরণের দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : গতকাল রোববার বেলা ১১ টায় খুলনা আলিয়া মাদরাসা সরকারিকরণের দাবিতে মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনা আলিয়া মাদরাসা দেশের অন্যতম শিল্পনগরী বিভাগীয় শহর খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী একটি ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান। ইসলাম তথা জাতীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রসারে ভূমিকা পালনের নিমিত্ত ১৯৫২ সালের ২ এপ্রিল খুলনা আলিয়া মাদরাসা ৫ একর ৩৯ শতক জমির ওপর অত্যন্ত মনোরম পরিবেশে খানজাহান আলী রোডের উত্তর পাশে স্থাপিত হয়। প্রতিষ্ঠাকাল থেকেই সুষ্ঠু-সুন্দর পরিবেশে সুনামের সঙ্গে মাদরাসাটিতে শিক্ষাকার্যক্রম চলে আসছে এবং পাবলিক পরীক্ষার ফলাফল অত্যন্ত ভালো। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ সহ পূর্বে একাধিকবার মাদরাসাটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। খুলনা-২ আসনের সাংসদ আলহাজ্ব মিজানুর রহমান মিজান মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে তার বক্তব্যে বলেন, খুলনার সর্বস্তরের মানুষ মাদরাসাটি সরকারিকরণের জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন। বাংলাদেশের বৃহত্তর তিনটি বিভাগে সরকারি আলিয়া মাদরাসা রয়েছে কিন্তু বৃহত্তর খুলনা বিভাগে আজও কোন মাদরাসা সরকারিকরণ হয়নি। যার ফলে দূর হয়নি বিভাগীয় বৈষম্য। খুলনাবাসী তাই ন্যায্য দাবি থেকে বঞ্চিত হয়েছে। তিনি আরো বলেন বর্তমান প্রধানমন্ত্রী ১৯৯১ সালের ২৪ ফেব্রæয়ারি ও ১৯৯৬ সালের ৯ মার্চ খুলনা সার্কিট হাউজ ময়দানের বিশাল জনসভায় ঘোষণা দিয়েছিলেন, “বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় গেলে খুলনা আলিয়া মাদরাসাকে সরকারিকরণ করবেন”। এছাড়া ১৯৯৪ সালের ২১ জানুয়ারি খুলনা সার্কিট হাউজ ময়দানে এক বিশাল জনসভায় খুলনা আলিয়া মাদরাসাকে অবিলম্বে সরকারি করার জন্য দাবি জানিয়েছিলেন। এরপর খুলনা আলিয়া মাদরাসা সরকারিকরণের কোন অগ্রগতি হয়নি। সরকারিকরণের দাবিতে মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ যাকারিয়া এর সভাপত্বিতে ঘন্টাব্যাপি  মানবন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফাসসির মাওলানা মুহাম্মদ মুশফিকুর রহমান, ড. মুফতি মাওলানা মোঃ আব্দুর রহীম সরদার, হাফেজ মুফতি মাওলানা মোঃ ইমরান উল্লাহ, আদিব ড. মাওলানা মোঃ রবিউল ইসলাম, প্রভাষক মাওলানা মোঃ আসাদুজ্জামান ও খুলনা মহানগর ছাত্রলীদের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন