শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সৃজনশীলদের নতুন প্ল্যাটফর্ম বেঙ্গল সি হাব

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৭:৪৮ পিএম, ১০ এপ্রিল, ২০১৮

দেশের সৃজনশীল ব্যক্তিদের একই প্লাটফর্মে আনার উদ্দেশ্যে এবং তাদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনের লক্ষ্যে যাত্রা শুরু করেছে বেঙ্গল সি হাব। দেশের সম্ভাবনাময় শিল্পীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সমপ্রতি দেশের প্রখ্যাত সৃজনশীল ব্যক্তিদের সমন্বয়ে এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। বেঙ্গল গ্রুপ ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, অনেকদিন থেকে চিন্তা করছিলাম কিভাবে সৃজনশীল ব্যক্তিদের একই প্ল্যাটফর্মের আওতায় আনা যায়। বাংলাদেশে অনেক প্রতিভাবান সৃজনশীল তরুণ-তরুণী রয়েছে, যাদের একটি বড় অংশ সুযোগের অভাবে উন্নতি করতে পারছেন না। আমি চাই, কোনো প্রতিভাবান শিল্পী যেন হারিয়ে না যান এবং তিনি যেন তার লক্ষ্যে অটুট থাকতে পারেন। বেঙ্গল সি হাব এই সৃজনশীলতা প্রস্ফুটিত করার মাধ্যম হিসেব কাজ করবে, যা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি সৃজনশীল দেশ হিসেবে পরিচিত হতে সাহায্য করবে। বেঙ্গল সি হাব বিশ্বাস করে, আজকের চিত্রকার, কবি এবং উঠতি সৃজনশীল প্রজন্মই সৃজনশীল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। আগামী ২৩-২৪ এপ্রিল বেঙ্গল সি হাব আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী প্রতিষ্ঠানটির সিগ্নেচার ইভেন্ট বেঙ্গল ক্রিয়েটিভ ফেস্ট-২০১৮। এই ফেস্টে সম্ভাবনাময় সৃজনশীল ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয়, যেমন সৃজনশীলতা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য, পেশাদারিত্ব ও একজন সৃজনশীল ব্যক্তি কিভাবে নিজের উন্নতি করতে পারে ইত্যাদির ওপর আলোচনা করা হবে। এছাড়াও এই ফেস্টে কর্মসন্ধানী তরুণ-তরুণীদের সাথে নিয়োগদাতাদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং এর সাথে শিক্ষা ও নেটওয়ার্কিংয়ের গুরুত্বের ওপর আলোচনা করা হবে। শিল্পমনা ব্যক্তিদের একত্রে একই প্ল্যাটফর্মের আওতায় আনতে বেঙ্গল ক্রিয়েটিভ ফেস্টে চালু করা হবে একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি হবে সৃষ্টিশীল জনশক্তি এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের মিলনকেন্দ্র, যেখানে উভয় পক্ষই তাদের প্রয়োজন অনুযায়ী কর্ম এবং কর্মী সহজেই খুঁজে পাবেন। পরীক্ষামূলকভাবে চালিত ওয়েব পোর্টালটিতে পেশাদার সৃজনশীল ব্যক্তিরা তাদের বিভিন্ন কাজ শেয়ার করতে পারবেন এবং নিয়োগকারীরা কর্মসন্ধানী তরুণ-তরুণীদের জন্য চাকরির সুযোগ তৈরি করতে পারবেন। ভবিষ্যতে সময়োপযোগী আরও অনেক ফিচারও যুক্ত করতে চায় বেঙ্গল সি হাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন