তার জীবন বদলে দেয়া এবং পুরো ক্যারিয়ারে তার পাশে থাকার জন্য গায়িকা সেলেনা গোমেজ তার বন্ধু এবং পপ গায়িকা টেইলর সুইফ্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
কন্ট্যাক্ট মিউজিকের এক প্রতিবেদন থেকে জানা যায়, পাসাডেনার রোজ বোলে তার রেপুটেশন ট্যুরের এক কনসার্টে সুইফ্ট ‘সেইম ওল্ড লাভ’ গানের জন্য খ্যাত গোমেজের সঙ্গে মঞ্চে যোগ দিলে তিনি তার প্রশংসা করেন।
“আমি আমার ১২, প্রায় ১৩ বছরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে ধন্যবাদ জানাতে চাই। আমার কোনও সিদ্ধান্তকে সে অশ্রদ্ধা করেনি বলেই সে আমার সবচেয়ে ভাল বন্ধু,” গোমেজ বলেন।
“আমি যেখানেই থাকি না কেন সে আমার সঙ্গে দেখা করেছে। হতাশাজনক পরিস্থিতিতে সে আমাকে উৎসাহ দিয়েছে। আর আমি জানিনা আমি আজকের মত শক্তি পেতাম কিনা যদি তোমাকে আর তোমার পরিবারকে পাশে পেতাম কারণ তুমি আমার জীবন বদলে দিয়েছ,” গোমেজ আরও বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন