সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পীরগঞ্জে কয়েকটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

রংপুরের পীরগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গত শুক্রবার বিকেলে ও শনিবার উপজেলার চতরা, কাবিলপুর, রামনাথপুর, কুমেদপুর, পাঁচগাছি, চৈত্রকোল ও পীরগঞ্জ সদর ইউনিয়নে ২০১৮-১৯ অর্থবছরে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। কর্তৃপক্ষ জানায়, চৈত্রকোল ইউপি সচিব শফিকুল ইসলাম উক্ত ইউনিয়নের ২ কোটি ৩১ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেন এতে উদ্বৃত্ত টাকা হয়েছে ১ লক্ষ ১০ হাজার টাকা। ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি সদস্য/সদস্যা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চতরা ইউনিয়নের বাজেট সভায় ২০১৮-১৯ইং আর্থিক বছরের জন্য ২ কোটি ৫ লাখ ১৩ হাজার ১৪১ টাকার বাজেট ঘোষনা করা হয়। পীরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি-মোনায়েম সরকার মানু এতে প্রধান অতিথি ছিলেন। চতরা ইউপি চেয়ারম্যান এনামুলহক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন- কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ডা: মোজাহার হোসেন, চতরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন মন্ডল প্রমুখ। রামনাথপুর ইউনিয়নের সচিব আইয়ুব আলী ঐ ইউনিয়নের ২ কোটি ৫১ লক্ষ ৩৭ হাজার ২ শত ৭২ টাকার বাজেট ঘোষনা করেন।
ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম বিএসসির সভাপতিত্বে ইউপি কমপ্লেক্স মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ ইউনিয়নের সচিব রঞ্জিত সরকার ২ কোটি ৯৫ লক্ষ ৪৫ হাজার ৮ শত ৭৫ টাকা বাজেট ঘোষনা করেন। ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আবু ছালেহ মো: তাজিমুল ইসলাম শামিম। কুমেদপুর ইউনিয়নের সচিব রেবেকা ইয়াসমিন ১ কোটি ৫৬ লক্ষ ৭৫ হাজার ৩ শত ২৯ টাকা ১ পয়সার বাজেট ঘোষনা করেন। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশফাক হোসেন খান চৌধুরী ফুয়াদের সভাপতিত্বে ইউপি কমপ্লেক্স ভবন মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র আবু ছালেহ মো: তাজিমুল ইসলাম শামিম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান বিএসসি। এছাড়াও পাঁচগাছি ইউনিয়নের সচিব আব্দুল হালিম মিয়া ঐ ইউনিয়নের ১ কোটি ৯৫ লক্ষ ৬৬ হাজার টাকার বাজেট ঘোষনা করেন। এত সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লতিফ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস কুদ্দস মন্ডল, সাধারন সম্পাদক শাহজাহান খান উপস্থিত ছিলেন। কাবিলপুর ইউনিয়নের সচিব সিরাজুল ইসলাম ২ কোটি ৪ লক্ষ ৩০ হাজার ৭১৪ টাকার বাজেট ঘোষনা করেন। বাজেট উপলক্ষে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবির সভাপতিত্বে ইউপি কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম লাজ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন