শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিএনপির নেতাকর্মীর আ.লীগে যোগদান

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

আওয়ামী লীগের রাজনীতিতে অনুপ্রানীত হয়ে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে,পঞ্চগড়ের বোদায় ২ শত বিএনপির নেতা কর্মী বাংলাদেশ আওয়ামীলীগের যোগদান করেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার সাকোয়া ইউনিয়নের বীরপাড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে ওই ইউনিয়নের বিএনপি নেতা ডেন্টাল চিকিৎসক সাইদুর রহমানের নেতৃত্বে ২ শত জন বিএনপির নেতা কর্মী বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি,পঞ্চগড়-২ ( বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন তাদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দিয়ে তাদের দলে বরণ করেন। সাকোয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্থানিয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গির হাসান সবুজের সভাপতিত্বে আওয়ামীলীগে যোগদান ও বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে আওয়ামীলীগ নেতা অধ্যাপক ফারুক আলম টবি, রবিউল আলম সাবুল, জাকির হোসেন,নজরুল ইসলাম,সাইদুর রহমান, মোস্তাফিজুর রহমান, কৃষ্ণ চন্দ্র বর্ম্মনও পল্লী বিদ্যুতের এজিএম আব্দুর রশীদ বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন