শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কুড়িয়ানায় পেয়ারা বাগানের দর্শনার্থী ট্রলারে চাঁদাবাজি!

নেছারাবাদ(পিরোজপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগান ও ভাসমান হাট দেখতে আসা দর্শনার্থী ট্রলার থেকে চাঁদা তোলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের এক দল যুবকদের বিরুদ্ধে। স্থানীয় যুবলীগের দোহাই দিয়ে নিহার সিকদার, জহির, তাপস, মিলন ও বাবুল নামে কয়েকজনে ট্রলার থেকে প্রায় এক মাস যাবত চাঁদা উঠাচ্ছে। কুড়িয়ানা বাজারের পুলিশ ফাড়ির সন্নিকটে প্রাইমারি স্কুলের পাশ দিয়ে পর্যটক বহনকারী ৩০টি ট্রলার থেকে সংঘবদ্ধ ওই যুবকদের মধ্যে স্থানীয় নিহার সিকদার প্রতি ট্রলার থেকে ১০০ টাকা করে চাঁদা তুলছেন। এতে প্রতিদিন গড়ে চল্লিশটি ট্রলার থেকে ৪/৫ হাজার টাকা আদায় করছে। আষাড় -শ্রাবন ও ভাদ্র মাস জুড়ে পেয়ারা মৌসুমে পেয়ারার বাগান দেখতে আসা দর্শনার্থীদের ভীড় বাড়ায় টাকা তোলার পরিমান আরো বেড়েই চলেছে। চাঁদা তোলা ওই যুবকরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে সাধারন কোন মানুষ প্রতিবাদ করার সাহসও পাচ্ছেনা।
চাঁদাবাজ নিহার সিকাদার বলেন আমরা স্থানীয় জহির, তাপস, মিলন ও বাবুল মিলে এখানে শৃঙ্খলা রক্ষার জন্য প্রতি ট্রলার থেকে এক থেকে দেড়শ টাকা করে তুলছি। এ টাকার একটা অংশ স্থানীয় মসজিদ ও মন্দিরে দিচ্ছি। বাকি টাকা যারা সারাদিন এখানে পরিশ্রম করছে তাদের মধ্যে ভাগ করা হচেছ। তবে টাকা তুলে তারা কোন মসজিদ, মন্দিরে দিচ্ছে তা সঠিক করে বলতে পারিনি। পরে আওয়ামীলীগের নাম করে টাকা তোলার বিষয়ে দলে তাদের কোন পোষ্ট পজিসন আছে কিনা জানতে চাইলে তাও সঠিক কিছু বলতে পারেনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, তারা সংঘবদ্ধ হয়ে কুড়িয়ানা প্রাইমারি বিদ্যালয়ের পাশ থেকে প্রতি টুরিষ্ট ট্রলার থেকে বেশ কিছু দিন যাবত মোটা অংকের টাকা তুলে ভাগ বাটোয়ারা করে খাচ্ছে। তাদের ভয়ে এলাকার কেহ মুখ খুলতে সাহস পায়না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন