শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আ.লীগ, বিএনপি ও স্বতন্ত্র ত্রিমুখী লড়াইয়ের আভাস

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

আরিচা সংবাদদাতা

আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে শিবালয় উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির ৭ জন, আওয়ামী লীগের ৭ জন, ইসলামী আন্দোলনের ৩ জন, জাতীয় পাটির ১ জন, স্বতন্ত্র ১৩ জন, সর্বমোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন। ১টি ইউনিয়নে দ্বিমুখী বাকি ৬টিতে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন সচেতন ভোটাররা। উৎসবমুখর পরিবেশে ভোটের প্রচারণা চলছে। প্রার্থীরা দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা চাইছেন। কোন কোন ক্ষেত্রে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হলেও একে অপরের বিরুদ্ধে অভিযোগ থেকে বিরত রয়েছেন প্রার্থীরা। জোটগত ও দলীয় একাধিক প্রার্থী থাকলেও কারো বিরুদ্ধে অভিযোগ বা দল থেকে বহিষ্কারের কোনো খবর পাওয়া যায়নি। ১নং তেওতা ইউনিয়নে চারবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্রপ্রার্থী মো. আনোয়ার হোসেন বাদল (আনারস), বিএনপির আলহাজ আব্দুল কাদের (ধানের শীষ), সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগের আব্দুল করিম (নৌকা) নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ইসলামী আন্দোলনের মো. ফজলুল করিম (হাতপাখা), জাসদ নেতা আব্দুল সালাম মিয়া স্বতন্ত্র (অটোরিকশা), সাবেক চেয়ারম্যান আব্দুল হাই এর কনিষ্ঠ ভাই হাফিজুর রহমান স্বতন্ত্রপ্রার্থী (মোটরসাইকেল) হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন। ২নং উথলী ইউনিয়নে তিনবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্রপ্রার্থী মাসুদুর রহমান মাসুদ (মোটরসাইকেল) বিএনপি মীর আব্দুল বাতেন (ধানের শীষ) আওয়ামী লীগের রুহুল আমিন (নৌকা) এর মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে ইসলামী আন্দোলনের মো. মিজানুর রহমান (হাতপাখা), কমিউনিস্ট পাটির সাবেক নেতা মো. অহিদুল ইসলাম (ঘোড়া) ও সুভাষ গোস্বামী (আনারস) শক্তিশালী স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন। ৩নং শিবালয় মডেল ইউনিয়নে পরিষদে রয়েছেন উপজেলা সবচেয়ে হেভিওয়েট প্রার্থী পর পর দুইবার নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগ সমর্থিত মো. মোবারক হোসেন (নৌকা), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী বিএনপির মো. রফিকুল ইসলাম (ধানের শীষ), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুর রহিম খানের ভাগ্নে বিগত ইউপি নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী শক্তিশালী স্বতন্ত্রপ্রার্থী আলাল উদ্দিন (আনারস), এরমধ্যে তুমুল ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে ইসলামী আন্দোলনের আলহাজ আব্দুল কাদের (হাতপাখা), প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪নং উলাইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রেজাউল ইসলাম মান্নান স্বতন্ত্রপ্রার্থী (আনারস) বিএনপির মো. আনিসুর রহমান (ধানের শীষ) আওয়ামী লীগের মো. আব্দুল মজিদ (নৌকা) ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে স্বতন্ত্রপ্রার্থী মোকছেদ আলী (চশমা) প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন। ৫নং আরুয়া ইউনিয়নে বিগত উপ-নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের আক্তারুজ্জামান খান মাসুম (নৌকা) স্বতন্ত্রপ্রার্থী মো. মাহবুব হোসেন (আনারস), বিএনপির সরওয়ারদী (ধানের শীষ) ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন। ৬নং মহাদেবপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা আবু জাহিদ মোহাম্মদ মাহমুদুল আমিন স্বতন্ত্রপ্রার্থী (ঘোড়া) বিএনপি’র মো. শাহজাহান (ধানের শীষ) আওয়ামী লীগের বিশিষ্ট বাউল শিল্পী মো. জালাল সরকার (নৌকা) ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে জাতীয় পাটির আবুল কাশেম (লাঙ্গল) স্বতন্ত্রপ্রার্থী মো. আব্দুল হাই (মোটরসাইকেল) মো. ছোরহাব হোসেন খান (আনারস) ভোট যুদ্ধে মাঠে রয়েছেন। ৭নং শিমুলিয়া ইউনিয়নে বিগত নির্বাচনে নিকটতম প্রার্থী বিএনপির জসীম উদ্দিন (ধানের শীষ) আওয়ামী লীগের জহির উদ্দিন (নৌকা) দ্বিমুখী ভোট যুদ্ধে মাঠে রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন