জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবর রহমান হাওলাদারের নেতৃত্বে পাবনা শহরের খেয়াঘাট এলাকায় গতকাল সকাল ১০ টায় ঝড় হাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে পাবনার ইছামতি নদী উদ্ধার, দখল-দুষণ মুক্ত করতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, ড. মুজিবর রহমান, ইছামতি নদী রক্ষা কমিটির পাবনার আহ্বায়ক, সহযোগি অধ্যাপক, দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক মাহবুর রহমান, পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস, শামছুল হুদ্দা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামুল হক চৌধুরী টগর, কৃষিবিদ জাফর সাদিক, সহযোগি অধ্যাপক ও বিশ্ববার্তার সম্পাদক শহীদুর রহমান শহীদ, পাবনা সেলিম নাজির উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হাছিনা আখতার রোজী প্রমুখ। বক্তরা অতি দ্রুত ইছামতি নদী রক্ষার দাবি জানান।
উল্লেখ্য, দীর্ঘ ৪৭ বছরে এই নদী নানা ঘাত-প্রতিঘাতে পানি শূন্য হয়ে নর্দমায় পরিনত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন