বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অনু নাটক অবেলায় অন্ধকার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আসছে নিরাপদ সড়ক দিবসে প্রচারের জন্য নির্মিত হলো অনু নাটক ‘অবেলায় অন্ধকার’। আওয়াজ এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আল আমিন সেলিম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহাদ বাবু, অনন্যা মৃধা, মাজহার সৌমিক, জাফরিন খুকু,আব্দুস ছাত্তার, সুমন ও সালাউদ্দিন রাজু। রাজধানীর রাজারবাগ বেগুনবাড়ির বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটির গল্পে দেখা যাবে গ্রামের সহজ সরল যুবক কামাল ভালোবেসে বিয়ে করে খালেদাকে। সুখেই চলছিল তাদের জীবন। তাদের জীবনযাপন দেখে অনেক সময়েই ঈর্ষান্বীত হয় গ্রামবাসি। এরই মধ্যে অন্তঃস্বত্তা হয়ে পড়ে খালেদা। খালেদার ইচ্ছা পূরণ করতে একদিন গ্রাম ঘুরে দেখতে বের হয় কামাল ও খালেদা। আর তখনই সড়ক দুর্ঘটনায় তাদের সাজানো সংসারে নেমে আসে নির্মমতা। এভাবেই এগিয়ে যায় অনু নাটক ‘অবেলায় অন্ধকার’ গল্প। কাজী শাহিদুর রহমানের চিত্রায়নে নাটকটির আবহ সংগীত ও সম্পাদনা করেছেন কাজী আরিফ। প্রযোজনা করেছেন মোঃ আইনুল হক।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন