সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অভিনয়ের চেয়ে শিল্পীদের জন্য কাজ করাই জরুরি ছিল -জায়েদ খান

মারুফ সরকার : | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ নেয়ার পর মেয়াদ দুই বছর পার হয়ে যায় গত মে মাসে। নিয়ম অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে হয়। তবে নির্ধারিত সময় এরইমধ্যে পার হয়ে গেছে। তবে শিল্পী সমিতির সাধারন স¤পাদক জায়েদ খান জানান, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের ভেতর নির্বাচন হওয়ার নিয়ম। কিন্তু নিয়ম অনুযায়ি তিন মাসের ভেতর নির্বাচন না হওয়ার কারণ হচ্ছে আগস্ট মাস। এটি বাঙালির জন্য শোকের মাস। এ মাসে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব হয়নি। সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে নেওয়া হয়েছে। তাছাড়া শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর মাঝে আমেরিকায় ছিলেন। তিনি দেশে এসে স¤প্রতি জানান, শিঘ্রই তফসিল ঘোষণা এবং অক্টোবরের ১৮ তারিখে হবে এই সমিতির নির্বাচন। এটাই চ‚ড়ান্ত সিদ্ধান্ত। এরই মধ্যে নিবার্চন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। নিবার্চন উপলক্ষে অনেকের মুখেই শোনা যাচ্ছে আগাম নিবার্চনের প্রস্তুতির কথা। অনেকে প্যানেল গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে আবারও সাধারন স¤পাদক পদে নিবার্চন করতে যাচ্ছেন শিল্পী সমিতির বর্তমান সাধারন স¤পাদক জায়েদ খান। সমিতির দ্বিবাষির্কী (২০১৯-২০২১) নিবার্চন উপলক্ষে তার প্যানেলে সভাপতি পদপ্রার্থী মিশা সওদাগার। জায়েদ খান বলেন, সবাই জানেন আমি গত দুই বছর শিল্পিী সমিতিসহ, সবার জন্য কি করেছি। আমার কাছে অভিনয়ের চেয়ে চলচ্চিত্রের শিল্পীদের স্বার্থেই কাজ করা বেশি জরুরি ছিল। আমি সবসময় সেটাই করার চেষ্টা করেছি। তাই শিল্পীদের প্রতি আমার টান এবং আমার প্রতি শিল্পীদের ভালোবাসা সেটা অনেকবার প্রমানিত। আশা করছি, সবার ভালোবাসা ও ভোট পেয়ে আবারও সাধারন স¤পাদক নির্বাচিত হব। সবার ভালোবাসা এবং ভোটারদের প্রতি এই বিশ্বাস আমার আছে। সবাই আমার জন্য দোয়া করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন