শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মির্জাপুরে ইউএনও-এসিল্যান্ড অফিসের কর্মচারীদের কর্মবিরতি

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে ৩ দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীরা। পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তারা এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবে। কর্মবিরতি চলাকালে বক্তৃতা করেন মির্জাপুরের ইউএনও’র গোপনীয় সহকারী (সিএ) আব্দুল হালিম, প্রধান সহকারী নজরুল ইসলাম, হিসাব সহকারী স্বপন সরকার, অফিস সহকারী রত্মা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির মো. মাজহারুল ইসলাম প্রমুখ। এদিকে উপজেলার গুরুত্বপপূর্ণ দুই অফিসের কর্মচারিরা কর্মবিরতি শুরু করায় সেবাপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন