প্রতিবেদন থেকে জানা গেছে, অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে গায়িকা কেটি পেরির বাগদান হয়েছে।
এই দুই তারকা ১১ মাস ধরে প্রেম করছেন। স¤প্রতি নিউইয়র্কে পেরির অনামিকায় একটি হলদে হীরার আংটি দেখা যাবার পর গুজব রটেছে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।
এক সূত্র বলেছে, “তিনি (কেটি) বাঁ হাত সামনে বাড়িয়ে হাতটি একটু বাঁকিয়ে হেঁটে যাচ্ছিলেন যাতে তার আঙুলের বড় আংটিটি স্পষ্টত ক্যামেরার দৃষ্টিগোচর হয়।”
এই দুই প্রেমিক-প্রেমিকা নিউইয়র্কের দ্য পোলো বার রেস্তরাঁয় সন্ধ্যা আনুমানিক আটটায় হাত ধরাধরি করে প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কেটি গর্বিত ভঙ্গিতে আংটিটি প্রদর্শন করছিলেন এবং দেখে বোঝা যাচ্ছিল তারা সুখী।
আরেক সূত্র বলেছে, “কেটিকে স্বাভাবিকের চেয়ে খুশি খুশি মেজাজে দেখা যাচ্ছিল। গাড়িতে ওঠার পথে তিনি হাসছিলেন এবং অরল্যান্ডোর ও বন্ধুদের সঙ্গে মজা করছিলেন।
কিছুদিন আগে গুজব রটে অরল্যান্ডো ব্লুমেরএখনই সম্পর্ক স্থায়ী করতে আগ্রহী নন বলে তারা আলাদা হয়ে গেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন