শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অর্থসংকটে সঙ্গীতশল্পী আকবরের চিকিৎসা বন্ধ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০১ এএম

অর্থনৈতিক সংকটের কারণে গায়ক আকবরকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আকবরের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান তার স্ত্রী কানিজ ফাতেমা। আকবরের শারীরিক অবস্থার কথা জানিয়ে কানিজ ফাতেমা বলেন, অথৈর আব্বুর (আকবর) শারীরিক অবস্থা খুব একটা ভালো না। তারপরও ভালো খবর পায়ের ইনফেকশনটা আটকানো গেছে। আপাতত পা রেখেই চিকিৎসা চালানো যাবে। অর্থনৈতিক সংকটের কথা জানিয়ে কানিজ ফাতেমা বলেন, আমার পক্ষে হাসপাতালে রেখে চিকিৎসা চালানো একেবারেই অসম্ভব। ১৩ দিন কীভাবে চিকিৎসার খরচ চালিয়েছি সেটা শুধু আমি আর আমার মেয়ে জানি। এই ব্যয়বহুল চিকিৎসা আমি আর চালাতে পারছি না। তাই নিজ জিম্মায় অথৈর বাবাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে গিয়েছি। অসহায় অবস্থার কথা উল্লেখ করে কানিজ ফাতেমা বলেন, আল্লাহ আমাকে কঠিন এক বিপদের মুখোমুখি করেছে। আমি নিজেও জানি না, এই বিপদ থেকে কীভাবে রক্ষা পাব। আমি নিজেও জানি না আর কখনো অথৈর বাবাকে সুস্থ করতে পারবো কিনা। সত্যি খুব অসহায় আমি। নিজের স্বামীকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি। উল্লেখ্য, গত মে মাসে আকবরের পায়ে অস্ত্রোপচার করা হয়। তারপর বেশ ভালো ছিলেন তিনি। মাঝের চার মাসে স্টেজ শো পর্যন্ত করেছেন। এরপর হঠাৎ তার পায়ে পানি জমতে থাকে। গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে। আকবরের ডান পায়ে পচন ধরায় তার ডান পায়ে গত ১৯ সেপ্টেম্বর অস্ত্রোপচার করা হয়। এসব সমস্যা ছাড়াও আকবরের দুই কিডনী নষ্ট হয়ে গেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন