গত এক সপ্তাহ ধরে রণবীর সিং আর দীপিকা পাডুকোনের সম্পর্কে নিয়ে বেশ কিছু ঋণাত্মক গুজব শোনা যাচ্ছিল। গুজব রটেছিল তাদের বন্ধন এখন ভাঙার কাছাকাছি আর এর মাশুল দিতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লিলা ভানসালি তার ‘পদ্মাবতী’ চলচ্চিত্রটির নির্মাণ নিয়ে। পরিচালক এখন চলচ্চিত্রটির শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।
এই গুজবের আগুনে ঘৃতাহুতি দিয়েছে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রণবীরকে ছাড়া দীপিকার উপস্থিতি। তবে তার সবই যে ঘটনাক্রম আর নিছক গুজব তা নিশ্চিত হয়েছে।
বলিউডের এই দুই প্রেমিক আর প্রেমিকাকে একসঙ্গে কোনও এক বিমান বন্দরের ভেতরে একটি কোচ রাইডে দেখা গেছে। কাছে উপস্থিত এক ভক্ত তাদের দুজনের ছবি তুলতে ভুল করেনি প্রমাণ হিসেবে। ছবি দেখে মনে হয় ছবি তোলাতে রণবীর বেশ বিরক্ত। দীপিকা ভাবলেশহীন।
আরও জানা গেছে ভানসালির নির্দেশে এখন এই দুই অভিনয়শিল্পী তাদের রোমান্সকে পামে রেখে দূরত্ব বজায় রেখে চলছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন