বিনোদন ডেস্ক : অনেকদিন অ্যালবামের গানে বা নতুন গানে উপস্থিতি নেই ইত্যাদি খ্যাত কণ্ঠশিল্পী আকবরের। মাঝে বেশ কয়েক বছর নানা ধরনের অসুস্থতায় ভুগেছেন তিনি। তার ভাষ্যমতে বাঁচার কোন সম্ভাবনাই ছিল না। আল্লাহর অশেষ রহমতে এবং হানিফ সংকেতের সহযোগিতায় আবার গানের ভুবনে ফিরে এসেছেন। পহেলা বৈশাখের পর থেকে নতুন দুটি অ্যালবামের কাজ শুরু করবেন আকবর। দুটি অ্যালবামের প্রতিটিতে থাকবে তিনটি করে গান। একটি অ্যালবাম আসবে সংগীতা থেকে এবং আরেকটি আসবে নতুন আরেকটি প্রযোজনা সংস্থা থেকে। আকবর বলেন, ‘নতুন করে আবার গানের জগতে ফিরে ভীষণ ভালো লাগছে। ২০০৮ সালে আমার রূপবান বিবি মারা যাবার পর আমি অসহায় হয়ে পড়ি, ভীষণ অসুস্থও হয়ে পড়ি। অনেক কষ্ট যন্ত্রণা সহ্যের পর আবার সুস্থ হয়ে উঠেছি। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতার শেষ নেই। কৃতজ্ঞ হানিফ সংকেত স্যারের কাছে, কারণ তিনিই আবার আমাকে গানের জগতে ফিরিয়ে এনেছেন। আমি সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন। আমি যেন দর্শক শ্রোতাদের জন্য গান করতে পারি, পরিবাক নিয়ে ভালো থাকতে পারি।’ আকবর প্রথম প্লে-ব্যাক করেন শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘কঠিন পুরুষ’ চলচ্চিত্রে। তার গাওয়া ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি মনতাজুর রহমান আকবরের ‘বাবার জন্য যুদ্ধ ’ চলচ্চিত্রে দর্শক উপভোগ করেছেন। গানটি লিখেছেন রফিক-উজ-জামান এবং সুর করেছেন রাজেশ। আসছে পহেলা বৈশাখে মানিকগঞ্জে এবং পহেলা মে পার্বতীপুরে স্টেজ শোতে গান পরিবেশন করবেন আকবর। তার একক অ্যালবামগুলো হচ্ছে ‘একদিন পাখি উড়ে’, ‘হাত পাখার বাতাসে’, ‘বেদনার মেঘ’,‘ ইচ্ছে করে’, ‘হঠাৎ দেখা’, ‘চাঁদ রূপসী’। গত বছরের ডিসেম্বরে আবার আকবর বহুদিন পর ‘ইত্যাদি’তে ‘হাত পাখার বাতাসে’ গানটি গাওয়ার মধ্যদিয়ে গানের ভুবনে ফিরে আসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন