বগুড়া ব্যুরো : বহু ভাষাবিদ ও জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার নিজের হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন বগুড়া ইসলামী স্টাডিজ গ্রæপ মিলনায়তনে গতকাল এক আলোচনা সভা, কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ-সভাপতি মোঃ ফজলুল বারী বেলালের সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি আব্দুল খালেকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যথাক্রমে মোঃ আব্দুল খালিক, তালেবুল ইসলাম মন্ডল, মোঃ রফিকুল ইসলাম মুক্তা, আপজাল হোসেন, মোঃ জয়নাল আবেদনি চাঁন, সৈয়দ ফজলে রাব্বী ডলার, গোলাম আযম টিকুল, কাজী আবু বকর সিদ্দিক, আরেফ বিল্লাহ বিলু, মোঃ নুরুননবী সাগর।
সভায় বক্তারা বলেন, জ্ঞান সাধনা মানবতার সেবা ও শিক্ষার বিকাশের মহান উদ্দেশ্য নিয়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন যে কোন মুল্যে সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করা হবে। সভা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোওয়া পরিচালনা করেন বগুড়া সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন