শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রূপগঞ্জে সাংবাদিকদের কলম বিরতি

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্থানীয় এমপির এপিএস শেখ সাঈদ সাংবাদিকদের মেরে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। হুমকির পর থেকে সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হুমকির প্রতিবাদে জাতীয় ও স্থানীয় ৬৭ জন সাংবাদিক অর্ধ-বেলা কলম বিরতি পালন করেছে। রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কলম বিরতি পালন করা হয়।
কলম বিতরতি শেষে প্রতিবাদ সভায় সাংবাদিকরা অভিযোগ করে বলেন, এমপি’র নাম ভাঙ্গিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ভুমিদস্যুতা, জমি দখলবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ একের পর এক অপকর্ম করে যাচ্ছে বহিরাগত এপিএস শেখ সাঈদ । এই এপিএস এর বিরুদ্ধে আনা অভিযোগ গুলোর ব্যপারে তথ্য সংগ্রহ করতে গেলেই সাংবাদিকদের উপরে ক্ষিপ্ত হয়। গত কয়েক দিন ধরেই নানা ভাবে সাংবাদিকদের হুমকি-ধামকি দিয়ে আসছে। রোববার সকালে প্রকাশ্যে দিবালোকে বারাবারি করলে সাংবাদিকদের জবাই করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দেয়া হয়। এরপর থেকে সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কলম বিরতিতে অংশ গ্রহন করেন, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, মনির হোসেন মনু, মাসুদ করিম, সভাপতি কলামিস্ট ও গবেষক আলহাজ¦ লায়ন মীর আব্দুল আলীম (জনকন্ঠ), সহ-সভাপতি মকবুল হোসেন (মাইটভি), আবুল কালাম শাকিল (এনটিভি), এ হাই মিলন (যুগান্তর), এস এ সোহেল (রুপকন্ঠ), সাধারন সম্পাদক খলিল সিকদার (ইনকিলাব), জিএম সহিদ (সকালের খবর), শফিকুল আলম ভুইয়া (নয়াদিগন্ত), এসএম শাহাদাত (কালেরকন্ঠ), আনোয়ার হোসেন (জনতা), মনজুরুল কবির বাবু (করতোয়া), জিয়াউর রাশেদ (সমকাল), জাহাঙ্গীর আলম হানিফ (বাংলাদেশ প্রতিদিন), নজরুল ইসলাম (ভোরের কাগজ), গোলাম কাউসার দিলু (বর্তমান), নাজমুল হুদা (সংগ্রাম), মাসুম খাঁন (ডেসটিনি), ফরহাদুল কবির (ভোরেরপাতা), আরিফ হাসান আরব (আমাদের অর্থনীতি),নজরুল ইসলাম লিখন (আজকালের খবর), রাসেল আহাম্মেদ (জাগরণ), রাসেল মাহমুদ (ভোরেরডাক), মাহাবুব আলম প্রিয় (বনিকবার্তা), রাজ রাশেদ (বাংলাদেশ টুডে), এমএইচ বিজয় (জেটিভি), ইমদাদুল হক ভুইয়া দুলাল (অর্থনীতি প্রতিদিন), এসএম রুবেল মাহমুদ (নওরোজ), আতাউর রহমান সানী (ঢাকা টাইমস), ফটো সাংবাদিক সুজন মিয়া, জিন্নাত হোসেন জনি, গোলাম মোস্তফা তুহিন, তুষার, জাহাঙ্গীর মাহমুদ, মীর সফিকুল ইসলাম, নিজাম উদ্দিন আহাম্মেদ, বিপ্লব হাসান, সাইফুল ইসলাম (বাংলানিউজ) প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন