শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আনোয়ারার রায়পুরে ২টি কালভার্টে গর্ত

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম) থেকে জাহেদুল হক: চট্টগ্রামের আনোয়ারায় ক্যাপ্টেন বখতিয়ার সড়কের বোয়ালিয়া মোড় ও রায়পুর এলাকার দুটি কালভার্ট ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। এতে বিঘিœত হয়ে পড়েছে যানবাহন চলাচল। যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন ধরে কালভার্ট দুটি ভেঙে পড়লেও যেন দেখার কেউ নেই। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার রায়পুর ও বারশত ইউনিয়নবাসীর জেলা-উপজেলা সদরে যোগাযোগের একমাত্র মাধ্যম ক্যাপ্টেন বখতিয়ার সড়ক। দীর্ঘদিন ধরে সড়কের রায়পুর ও বোয়ালিয়া মোড়ে দুটি কালভার্ট ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে। স্থানীয়রা রায়পুরের ভাঙা কালভার্টটিতে লোহার পাটাতন দিয়ে চলাচল করছে। তবে বোয়ালিয়া মোড়ের কালভার্টটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যান চলাচলে বিঘœ ঘটছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার ব্যস্ততম এ সড়কের দুটি কালভার্ট ভেঙে বিশাল আকারের গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এ সড়কটি দিয়ে চলাচলকারি কয়েক ইউনিয়নের মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কালভার্ট দুটি সংস্কার না করায় রাতের আঁধারে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। রায়পুর ওয়াহেদ আলী চৌধুরী বাজারের ব্যবসায়ী মো. ইসমাঈল বর্ষার আগে কালভার্ট দুটি সংস্কারের দাবি জানিয়ে বলেন, উপক‚লীয় ইউনিয়ন রায়পুরের সামুদ্রিক মাছ বাজারজাতকরণ ও ব্যবসায়ীদের জন্য এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কের কালভার্ট দুটি মেরামত করা না হলে ব্যবসায়ীদের মালামাল আনা নেয়া দুরূহ হয়ে পড়বে। জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান জানান, সড়কের ভাঙা কালভার্টদুটি আপাতত উপজেলা পরিষদের অর্থায়নে মেরামত করা হবে। পরে এগুলো পুনর্নির্মাণের ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন