বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

‘অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আধুনিক শিক্ষার উন্নয়ন করব’

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বরগুনার আমতলী পৌরসভায় ব্যাপক উন্নয়নের পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করছি এবং করবো। দেশ আজ উন্নয়নের মহাসড়কে-বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার স্বপ্নের বাংলাকে যেভাবে ঢেলে সাজিয়ে আগামী প্রজন্মের জন্য আচঁল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুল নির্মান করেছি। এই পৌরসভাকে দেশের মধ্যে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলব। সেজন্য দরকার সর্বপ্রথম দুর্নীতিমুক্ত সমাজ ও সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা।
গতকাল ০১ এপ্রিল সকাল ১০টায় পৌরসভাস্থ ৪০ লক্ষ টাকা ব্যয়ে আচঁল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুল নতুন বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরুস্কার বিতরন এবং আলোচনা সভার সভাপতি ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মতিয়ার রহমান বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষা উপকরনসহ শিক্ষার্থীদের লেখাপড়ার সুন্দার পরিবেশ তৈরী করা হয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদ উল্যাহ, সাবেক প্রধান শিক্ষক আঃ রশিদ খান, ইউপি চেয়ারম্যান, আলহাজ¦ নুরুল ইসলাম, হারুন-অর-রশিদ, শহিদুল ইসলাম মৃধা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ মোতাহার উদ্দিন মৃধা, নুরুল হক, উপজেলা আ: লীগের সাংগঠানিক সম্পাদক শাহজাদা আকন এবং শিক্ষক, অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন