শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মীরসরাইয়ের মাদক বিরোধী কর্মশালা

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সামাজিক সংগঠন প্রজন্ম মীরসরাইয়ের উদ্যোগে মুক্তি ফাউন্ডেশনের সহযোগিতায় ক্যারিয়ার গঠনে মাদক বিরোধী সামাজিক অবস্থান শীর্ষক কর্মশালা গতকাল উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রকৌশলী ওমর ফারুকের সভাপতিত্বে মামুনুর রশীদ মামুন এর পরিচালনায় কর্মশালা উদ্বোধন করেন মুক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান।
ক্যারিয়ার উন্নয়ন ও মাদকবিরোধী বিভিন্ন কর্মকান্ড বিষয়ে দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন মীরসরাই ইকোনমিক জোন এর ম্যানেজিং ডিরেক্টর ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল, গবেষনা ধর্মী বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা কাস্টমস্ বন্ড কমিশনারেট চট্টগ্রামের কামরুল ইসলাম চৌধুরী, ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাধব দীপ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সাদাত জামান খান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন