মীরসরাইয়ে অপকা’র (অর্গানাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট) উদ্যোগে আবু তোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ৩ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়েছে। সমাজ সেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে গতকাল ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবছার উদ্দিনের সভাপতিত্বে এবং সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপিকা শামসুন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন অপকা’র প্রোগ্রাম ম্যানেজার আনোয়ার হোসেন চৌধুরী, প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম লিমন, স্বাস্থ্য কর্মকর্তা তানিয়া আক্তার, আজাদ হোসেন, প্রদীপ চন্দ্র শর্মা প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন