কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকে গতকাল শুক্রববার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য পরিদর্শক সমিতি ও জেলা হেলথ অ্যাসিস্টেন্ট এসোসিয়েশন’র যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য পরিদর্শক সমিতির আহবায়ক ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ এম আব্দুল বাসেদ।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আরশাদুল ইসলাম এর সভাপতিত্বে ও রাকিব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির হোসেন, মিজানুর রহামন, আবেদুন হক, কামাল হোসেন।
বক্তব্য রাখেন জসিম উদ্দিন, ফরহাদ উদ্দিন, শিহাস উদ্দিন, সালাউদ্দিন আহমেদ, রুবেল মিয়া। সভায় বক্তারা হাম, রুবেলা, ক্যাম্পেইন ও প্রশিক্ষণ বর্জনসহ টেকনিক্যাল পদ মর্যাদা যতক্ষণ আদায় না হবে ততদিন পর্যন্ত ন্যায্য দাবি আদায়ের লক্ষে আন্দোলন চালিয়ে যাবার কথা ব্যক্ত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন