এবার আরজে হয়ে আসছেন সঙ্গীতশিল্পী ন্যান্সি। সম্প্রতি রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮-এর সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ক্যাপিটাল এফএম-এ তার উপস্থাপিত অনুষ্ঠানটির নাম লাইভ উইথ ন্যান্সি। এখানে গান নিয়ে কথা বলবেন তিনি। নতুন নতুন অতিথিদের নিয়ে আড্ডা দিবেন শ্রোতাদের সঙ্গে। ন্যান্সি বলেন, আমি শুধুই গান গাই, কথা বলি অনেক কম। রেডিও ক্যাপিটাল আমাকে যখন এই অনুষ্ঠানটি করার প্রস্তাব দেয়, আমি প্রথমে দ্বিধায় পড়ে যাই। পরবর্তিতে অনুষ্ঠান স¤পর্কে জেনে আমার অনেক ভালো লাগে এবং রাজী হয়। গান নিয়ে কথা বলতে আমার ভালোই লাগে। আশা করছি, অনুষ্ঠানটি শ্রোতাদের ভালো লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন