শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আবার বিয়ের প্রশ্নই ওঠে না-ন্যানসি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

সম্প্রতি সঙ্গীতশিল্পী ন্যানসি দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে থাকছেন না বলে ফেসবুকে একটি পোস্ট দেন। এ নিয়ে তাদের সংসার টিকছে না বলে সবাই ধরে নিয়েছেন। তবে ন্যানসি বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, আমাদের সম্পর্কটা বেশ শীতল হয়ে যাচ্ছিলো। মনে হলো এভাবে আর একসঙ্গে থাকা যায় না। তারপরই এমন সিদ্ধান্ত নিলাম। তবে জায়েদের সঙ্গে আমার কোনোদিনই বিচ্ছেদ হবে না। আর এখন আমার মেয়ে রোদেলার বিয়ের প্রস্তব আসছে। আমি কোনোভাবেই আবার বিয়ের কথা ভাবছি না। তবে এটা সময়ের ওপর নির্ভর করছে। ন্যানসি বলেন, জীবন একটাই। আমি জীবনটাকে জটিলতার মাঝে রাখতে চাই না। তবে আবার বিয়ের প্রশ্নই ওঠে না। জায়েদের সাথে আমি থাকি, আর না থাকি এটা কখনও হবে না। এদিকে ন্যানসি এখন নতুন কয়েকটি গানের কাজ করছেন। এরমধ্যে অনুপম মিউজিকের একটি গানের রেকর্ডিং ও শুটিং রয়েছে। গানটি আসছে ঈদে প্রকাশিত হবে। সিএমভির ব্যানারেও একটি কাজ করার কথা রয়েছে। হাবিবের একটি গানে কন্ঠ দেবেন। ন্যানসি জানান, আমার গান ছাড়াও আমার বড় কন্যা রোদেলারও নতুন গান আসবে সামনে। দুটি গান প্রকাশ হবে ওর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Rezwanur Rahman ২৯ এপ্রিল, ২০২১, ১:৩৪ এএম says : 0
কেন বইন? এবার হ্যাটট্রিক চান্স,মিস করবি কেন?এ সুযোগ সবার আসেনা রে
Total Reply(0)
জোবায়ের খাঁন ২৯ এপ্রিল, ২০২১, ১:৩৪ এএম says : 0
শ্রাবন্তীকে নিশ্চিত ফলো করে ।
Total Reply(0)
Nazmul Haque Sapun ২৯ এপ্রিল, ২০২১, ১:৩৪ এএম says : 0
তাহ‌লে বাকী জীবন কেম‌নে কি?
Total Reply(0)
Tariqul Islam Shamim ২৯ এপ্রিল, ২০২১, ১:৩৫ এএম says : 0
যদি করেন জানাইয়েন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন