প্রথমবারের মতো অভিনয় করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যানসি। ভিকি জাহেদের পরিচালনায় একটি মিউজিক ভিডিওতে তিনি অভিনয় করেছেন। পুরনো দিনের গান ‘হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি’ গানটিতে তিনি অভিনয় করেন। ন্যানসি এর আগে মিউজিক ভিডিওতে অল্প উপস্থিত থাকলেও অভিনয় করেননি। তিনি বলেন, নিজের গানে লিপসিঙ্ক করার কিছু অভিজ্ঞতা আছে। তবে অভিনয়টা যে এতো কঠিন, সেটা এবার হাড়ে হাড়ে টের পেলাম। কয়েক ঘণ্টার শুটিংয়ে আটবার শাড়ি পাল্টাতে হয়েছে। আমি জীবনে কখনও একদিনে এতবার পোশাক পাল্টাইনি। আর অভিনয়ের অভিজ্ঞতা অন্যরকম। ভিকিকে ধন্যবাদ, আমার দুর্বল অভিনয়-অ্যাক্সপ্রেশন সহ্য করার জন্য। এই শুটিংটা করে অভিনয়শিল্পীদের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। এটা সত্যিই কঠিন ও অসাধারণ একটা কাজ হয়েছে। ভিডিও করার আগে, ইমন চৌধুরীর নতুন সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। মনিরুজ্জামান মনিরের কথায় আলাউদ্দিন আলীর সুরে এই গানটি ৯০ দশকের শুরুতে বিটিভির জন্য প্রথম গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ। এরপর অডিও ক্যাসেটের জন্য গেয়েছেন মিতালী মুখার্জি। গানটি বেশ জনপ্রিয়তা পায়। এই গানটি এ প্রজন্মের শ্রোতা-দর্শকের কাছে পৌঁছানোর লক্ষ্যেই নতুনকরে প্রকাশের উদ্যোগ নিয়েছে অনুপম রেকর্ডিং। গানটি ঈদে ইউটিউবে প্রকাশ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন