নতুন চারটি গান গাইলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যানসি। চারটি গানের তিনটি পুরনো জনপ্রিয় গান। এগুলো হলো দেশাত্মবোধক মুক্তির মন্দির সোপান তলে, বৈশাখের গান এসো হে বৈশাখ, মিতালী মুখার্জির গাওয়া ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় এবং আহমেদ রাজীবের নিজের কথা-সুরে-গাওয়া নতুন গান সাধ্য কি আর আছে বলো। ন্যানসি বলেন, চারটি গানই পুরনো। এরমধ্যে প্রথম দুটি ঐতিহাসিক, একটি ৯০ দশকের তুমুল জনপ্রিয়, শেষটিও রাজীব ভাইয়ের অসাধারণ মৌলিক সৃষ্টি। আমি মনে করছি, এটা সৌভাগ্যের বিষয় একসঙ্গে চার ধারার চার সময়ের চারটি গান কণ্ঠে তুলতে পারা। ন্যানসি বলেন, কলকাতায় কিন্তু পুরনো গানা নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট হয়। যেটা এখানে খুবই কম হয়। নতুন সংগীতায়োজনের কারণে একটি হারিয়ে যাওয়া গান অথবা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে পড়া গানও অসাধারণ হয়ে উঠতে পেতে পারে। ন্যানসি জানান, গানগুলো পর্যায়ক্রমে প্রকাশের কথা রয়েছে আসন্ন ঈদ ও বৈশাখে সিএমএস, অনুপম ও সিএমভির ব্যানারে। এদিকে নন্দিত গীতিকবি মনিরুজ্জামান মনিরের কথায় কিংবদন্তি সংগীত পরিচালক আলম খানের সুরে গান গাওয়ার ডাক পেয়েছেন ন্যানসি। ন্যানসি জানান, এ দুজনের সঙ্গে গান করতে পারা সৌভাগ্যের ব্যাপার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন