শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বছরে মনের মতো কয়েকটি গান হলেই খুশি-ন্যানসি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

নতুন সংসার গুছিয়ে গানের জগতে আবার ব্যস্ত হয়ে উঠেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। স্বামী মহসীন মেহেদী ও মেয়ে রোদেলাকে নিয়ে তিনি রাজধানীর নিকেতনে সাজিয়েছেন সংসার। এরই মধ্যে স্টেজ শো, নতুন গান রেকর্ডিংয়ে এখন তার ব্যস্ততা বাড়ছে। ন্যানসি বলেন, ঘর গোছানো নিয়ে গত কয়েক মাস পার হয়েছে। স্টেজ শো আমি কখনো খুব বেশি করিনি। বেছে বেছে করেছি। এখনও তাই। করোনার কারণে মধ্যে শো আয়োজনও হয়েছে কম। এখন পুরোদমে শুরু হয়েছে। সম্প্রতি সিলেটে শো করলাম। সবশেষ গুলশান ক্লাবে শো করেছি। সামনেও কিছু শো আছে। এছাড়া বেশ কিছু গান করা আছে। গানগুলো অনুপম মিউজিক থেকে প্রকাশ হবে। সিডি চয়েস ও সিএমভিতেও গান প্রকাশ হবে। আসলে অনেক গান করতে হবে, এমনটি কখনও মনে করি না। বছরে আমার মনের মতো কয়েকটি গান হলেই আমি খুশী। যেমন গত এক বছরে হাবিব ওয়াহিদ ভাইয়ের সঙ্গে আমার তিনটি গান প্রকাশিত হয়েছে। একক কণ্ঠেও একাধিক ভালো গান গেয়েছি। এমন ভালো কিছু গান বছরে করতে পারলেই আমার আর চাওয়া নেই। এদিকে, ন্যানসি তার মেয়ে রোদেলার গান নিয়ে অনেক আশাবাদী। তিনি বলেন, ওকে পরিপূর্ণভাবে গড়ে তোলার চেষ্টা করছি। পড়াশোনার পাশাপাশি নাচ, গান, পিয়ানো, গিটার এ সব কিছুই শিখছে। রোদেলার আত্মবিশ্বাসও অনেক। অল্প সময়েই সে সবকিছু আয়ত্ত করতে পারছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন