টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে গতকাল সোমবার সকালে সালমা আকতার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে হোয়াইক্যং বালুখালী পাড়ার আলী আহমদ প্রকাশ কালা মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহত সালমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার দাবি করেছে শ্বশুর বাড়ির লোকজন। কিন্তু নিহতের পিতা কবির আহমদ ড্রাইবার দাবি করেন, তাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন চালাত শশুর বাড়ির লোকজন। তারই এ হত্যাকা-ের সাথে জড়িত বলে দাবি করেন তিনি। এব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটি আত্মহত্যা বা হত্যাকা- কিনা ময়নাতদন্তের পর জানা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন