শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বরিশাল-২ আসন পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ বিএনপি

উজিরপুর (বরিশাল) থেকে সৈয়দ নাজমুল ইসলাম | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম | আপডেট : ১:৩৪ এএম, ২৪ নভেম্বর, ২০১৮

বরিশাল-২ উজিরপুর-বানারীপাড়া আসনটি পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ বিএনপি। এ জন্য কাজ করছেন দলের তৃণমূল কর্মীরা। এই আসনটিতে ভোটের দিক থেকে দুই-তৃতীয়াংশ বিএনপি’র থাকলেও নেতাদের রাজনৈতিক দুর্দশিতার অভাব ও নেতা-কর্মিদের সাথে অশুভ আচর ও বিরুধী দলের সৌহার্ধপূর্ণ ব্যবহারে হারাতে হয় এই আসনটি। বরিশাল-২ আসনটি ছিল উজিরপুর-বাবুগঞ্জ নিয়ে, রাজনিতীবিদ হিসেবে ছিলেন ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অপর দিকে পিরোজপুর- জাতীয় সংসদিয় আসন -২১৯, বানারীপাড়া-স্বরুপকাঠী, আসনে রাজনিতীবিদ হিসেবে ছিলেন সৈয়দ শহীদুল হক জামাল। ২০০৮ সালে আসন বিন্নাসে উজিরপুর-বানারীপাড়া, বরিশাল-২, সংসদিয় আসন হিসেবে স্থায়ীত্ব লাভ করে। এরপর থেকে এই আসনটি বি.এন.পি রাজনিতিবিদ শুণ্য হয় । ২০০৮ সাল, জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি ক্রয় করে অরাজনিতিবিদ, অদক্ষ্য বিশিষ্ট ব্যবসায়ী এস. সরফুদ্দী আহমেদ সান্টু। ২০১৩ সাল থেকে এ আসনে তৎপরতা চালান কর্ণেল (অবঃ) সৈয়দ সাইয়েদ আনোয়ার। তিনি মামলা-হামলার শিকার বিএনপির সমর্থক, নেতাকর্মি ও তাদের পরিবারে পাশে দাড়িয়েছেন। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা আবারো আসনটি উদ্ধারে ঐক্যবদ্ধ হয়েছে। তাদের ৩০ ডিসেম্বরের নির্বাচনে আবারো বিএনপি প্রার্থী জয়ী হবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন