বরিশাল-২ উজিরপুর-বানারীপাড়া আসনটি পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ বিএনপি। এ জন্য কাজ করছেন দলের তৃণমূল কর্মীরা। এই আসনটিতে ভোটের দিক থেকে দুই-তৃতীয়াংশ বিএনপি’র থাকলেও নেতাদের রাজনৈতিক দুর্দশিতার অভাব ও নেতা-কর্মিদের সাথে অশুভ আচর ও বিরুধী দলের সৌহার্ধপূর্ণ ব্যবহারে হারাতে হয় এই আসনটি। বরিশাল-২ আসনটি ছিল উজিরপুর-বাবুগঞ্জ নিয়ে, রাজনিতীবিদ হিসেবে ছিলেন ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অপর দিকে পিরোজপুর- জাতীয় সংসদিয় আসন -২১৯, বানারীপাড়া-স্বরুপকাঠী, আসনে রাজনিতীবিদ হিসেবে ছিলেন সৈয়দ শহীদুল হক জামাল। ২০০৮ সালে আসন বিন্নাসে উজিরপুর-বানারীপাড়া, বরিশাল-২, সংসদিয় আসন হিসেবে স্থায়ীত্ব লাভ করে। এরপর থেকে এই আসনটি বি.এন.পি রাজনিতিবিদ শুণ্য হয় । ২০০৮ সাল, জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি ক্রয় করে অরাজনিতিবিদ, অদক্ষ্য বিশিষ্ট ব্যবসায়ী এস. সরফুদ্দী আহমেদ সান্টু। ২০১৩ সাল থেকে এ আসনে তৎপরতা চালান কর্ণেল (অবঃ) সৈয়দ সাইয়েদ আনোয়ার। তিনি মামলা-হামলার শিকার বিএনপির সমর্থক, নেতাকর্মি ও তাদের পরিবারে পাশে দাড়িয়েছেন। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা আবারো আসনটি উদ্ধারে ঐক্যবদ্ধ হয়েছে। তাদের ৩০ ডিসেম্বরের নির্বাচনে আবারো বিএনপি প্রার্থী জয়ী হবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন