সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সরকার গত পাঁচ বছরে লক্ষীপুরে দলের অর্ধশতাধিক নেতা-কর্মীকে হত্যা করেছে

সংবাদ সম্মেলনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

লক্ষীপুর আঞ্চলিক অফিস : | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও লক্ষীপুর-৩ (সদর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, গত পাঁচ বছরে সরকার লক্ষীপুরে আমাদের দলের অর্ধশত নেতা-কর্মীকে হত্যা করেও শান্ত হয়নি, প্রতিনিয়ত হামলা-মামলা নির্যাতন করে চলেছে। দেশের গণতন্ত্র পূণরুদ্ধার, বেগম জিয়ার মুক্তিসহ জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবী আদায়ের লক্ষ্যে বিএনপিসহ সকল রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করে আসছে। তারই ধারাবাহিকতায় এখন আমরা ভোটের মাঠে নির্বাচনে নেমেছি। কিন্তু সরকার চাচ্ছে আমাদের নির্বাচন থেকে দূরে রাখতে। এ দেশের ভোটাররা আমাদের পক্ষে আছে, ময়দান আমাদের। সরকার যতই চেষ্টা করুক আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াবোনা। তিনি গতকাল মঙ্গলবার সকালে লক্ষীপুর শহরের গোডাউন রোডস্থ তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে আরো বলেন, বর্তমান সরকারের ইশারায় লক্ষীপুরের প্রশাসন এক চেটিয়া ভাবে আমাদের দলের নেতা-কর্মীদের হয়রানি করে যাচ্ছেন। নিয়মতান্ত্রিক ভাবে আমাদের কোন সভা-সমাবেশ করতে দিচ্ছেনা। প্রশাসন সাধারণ জনগণের বাক স্বাধীনতার উপর হস্থক্ষেপ করছেন। শাসক গোষ্ঠী প্রশাসনের ছত্রছায়ায় লক্ষীপুরের নির্বাচনের পরিবেশ পরিস্থিতি নষ্ট করে চলেছেন। গত ৬ ডিসেম্বর ভবানীগঞ্জে সাবেক এমপি আবদুস সাত্তারের বাড়িতে, ৫ ডিসেম্বর মান্দারী ইউনিয়নে দলীয় সভাপতির বাড়িতে, ৮ ডিসেম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়নে ছাত্রদলের সভাপতির বাড়ীতে, ৯ ডিসেম্বর চৌপল্লী বাজারে আমাদের দলীয় নেতা-কর্মীদের উপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকমীরা বোমাবাজী করে হামলা চালিয়েছে। প্রতিনিয়ত তারা আমাদের দলের নেতা-কর্মীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে চলেছে।
তিনি আরো বলেন গত তিন মাসে ছাত্রলীগের কর্মীরা একাধিকবার আমার বাসায় হামলা চালিয়েছে। সর্বশেষ গতকাল রাতে পৌর এলাকার ৬নং ওয়ার্ডে ধানের শীষের মিছিলে ও আমার বাসায় ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল যোগে এসে পরিকল্পিতভাবে হামলা চালায়।
উল্লেখিত ঘটনায় প্রতিয়মান হয় যে, আসন্ন নির্বাচনে তারা ভোটের পরিবর্তে নির্বাচনে ভয়ভীতি সৃষ্টি করে, আমার লোকদের উপর হামলা করে, নির্বাচনের পরিবেশ বিনষ্ট করতে চায়। আমি প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন, তারপরও আপনাদের মাধ্যমে প্রশাসন ও দেশবাসীকে জানাতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভ‚ঁইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সধারণ সম্পাদক মাহবুবুুুর রহমান লিটন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্যা আল মামুন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন