শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কেশবপুরে ৭ নেতাকর্মী গ্রেফতার

কেশবপুর উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, গত বুধবার রাতে উপ-পরিদর্শক দীপক কুমার দত্তসহ পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলায় উপজেলার কুশলদিয়া গ্রামের মৃত আনার আলী দফাদারের ছেলে মির্জাপুর ওয়ার্ড বিএনপিসাধারণ সম্পাদক জাকির হোসেন (৪০), সাতবাড়িয়া গ্রামের মোজাম আলীর ছেলে সাতবাড়িয়া ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সাত্তার (৪৫), ফতেপুর গ্রামের রেজাউল সানার ছেলে ছাত্রশিবির নেতা নাজমুস সাব্বির (২৪), বরনডালী গ্রামের আমীর আলীর ছেলে ত্রিমোহিনী ইউনিয়নের জামায়াতের সভাপতি আলফাজুর রহমান (৫০), আড়–য়া গ্রামের মৃত অমেদ আলীর ছেলে সুফলাকাটি ইউনিয়নের জামায়াত নেতা রেজাউল ইসলাম(৫০), রাজনগর বাকাবর্শী গ্রামের আমিন উদ্দিন মোল্যার ছেলে বিএনপি নেতা শফিকুল ইসলাম(৩৮) ও সরসকাটি গ্রামের মৃত তাছের গাজীর ছেলে জামায়াত নেতা মুনছুর রহমানকে (৪৫) নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নাশকতা সৃষ্টির মামলা রয়েছে এবং পুলিশের তালিকাভুক্ত। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন