রায়গঞ্জ প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করে এমপি পদপ্রার্থী ও সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির কর্মীরা প্রচার-প্রচারণা চালাতে গেলে আ.লীগের নেতাকর্মীরা বাধা দিচ্ছে। ব্যানার-পোস্টার লাগালে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে। আমার গাড়িসহ নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কমিশন। উল্টো অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। রায়গঞ্জ থানার তদন্ত ওসি শহিদুল ইসলাম বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতিসহ আটকের হুমকি দিচ্ছেন। তাই আমরা এই তদন্ত ওসির প্রত্যাহার দাবি করছি। ওই সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা সাবেক চেয়ারম্যান ও ছাত্র নেতা ভিপি মো. আইনুল হক, ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সাবেক ছাত্রদল সভাপতি খন্দকার ছোরহাব হোসেন, সাবেক সহ-সভাপতি শামসুল ইসলামসহ আরো বিএনপির স্থানীয় নেতারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন