শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মর্যাদার লড়াইয়ে ডক্টর-অধ্যাপক

১০ বছর পর আবার মুখোমুখি

চান্দিনা (কুমিল্লা) থেকে মুন্সী কামাল আতাতুর্ক মিসেল | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

কুমিল্লা-৭ চান্দিনা আসনে দীর্ঘ ১০ বছর পর আবারো ভোটযুদ্ধে মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী অধ্যাপক আলী আশরাফ নৌকা প্রতীক ও ঐক্যফ্রন্টের প্রার্থী এলডিপির মহাসচিব ড. রোদোয়ান আহমেদ ধানের শীষ প্রতীকে লড়বেন। এ আসনে অতীতে বিএনপি এবং আ.লীগ দুই দলের প্রার্থীই একাধিকবার বিজয় লাভ করেছেন। কুমিল্লায় কৃষিপণ্য উৎপাদনের অন্যতম উপজেলা চান্দিনা। তাই কৃষকের মনের ভাষা আর সাধারণ মানুষের সেন্টিমেন্ট ও দলের তৃণমূলের নেতাকর্মীদের যিনি বুঝতে পারবেন এবং মূল্যায়ন করতে জানেন, তিনিই চান্দিনা থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। চান্দিনায় যে কোনো দলের প্রার্থী জয়ের ক্ষেত্রে ত্তই বিষয়গুলোই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ফলে দুই দলের ভোটার-সমর্থকরাই বিজয়ের ব্যাপারে সমান আশাবাদী। চান্দিনা এ আসনে আশরাফ-রোদোয়ানের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলে মনে করছেন চান্দিনার রাজনৈতিক বিশ্লেষকরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই রাজনীতিকের কে হবেন বিজয়ী এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। নির্বাচনকে সামনে রেখে এই আসনে আ.লীগ মাঠ পর্যায়ে নিজেদের সাংগঠনিক অবস্থা লৌহ দৃঢ়তায় মজবুত। আ.লীগের নেতাকর্মীরা প্রতিদিনই ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে অধ্যাপক আলী আশরাফের জন্য নৌকার ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অপর দিকে, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের শরিক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা ধানের শীষ নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। চান্দিনার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার এ আসনটি নানা কারণে বিভিন্ন সময় আলোচিত-সমালোচিত। এক সময়ের বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে আসটি আ.লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত লাভ করেছে।

১৯৯১ থেকে ২০১৪ পর্যন্ত ঘুরে ফিরে চান্দিনা আসটি দখলে ছিল ড. রেদোয়ান ও অধ্যাপক আলী আশরাফের। তবে একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ঐক্যফ্রন্টের প্রার্থী এলডিপির মহাসচিব ড. রোদোয়ান আহমেদ চ‚ড়ান্তভাবে মনোনয়ন পেলেও চান্দিনা উপজেলার বিএনপির শীর্ষ নেতারা মুখ ফিরিয়ে নিয়ে নীরবতা পালন করলেও ড. রোদোয়ান আহমেদ বিএনপি নেতাদের নির্বাচনের মাঠে নামানোর চেষ্টা অব্যাহত রেখেছেন। কারণ বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির কুমিল্লা উত্তর জেলার সাবেক সভাপতি মরহুম খোরশেদ আলমের তনয় তরুণ রাজনীতিবিদ আতিকুল আলম শাওনকে মনোনয়ন না দেয়ায় চরম হতাশ হয়েছেন। এখানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশির ভাগ নেতাকর্মীই আতিকুল আলম শাওনের মনোনয়নে একাট্টা থাকলেও মনোনয়নের দৌড়ে এলডিপির মহাসচিব তথা ২০ দলীয় জোটের ঐক্যজোটের প্রার্থী ড. রেদোয়ান আহমেদ মনোনয়ন পাওয়ায় ১০ বছরেরও অধিক সময় ধরে রেদোয়ান বনাম খোরশেদ আলমের পরিবারের দ্ব›দ্ব দীর্ঘ দিনেও নিরসন না হওয়ায় প্রার্থিতা নিয়ে চরম আকার ধারণ করে। সম্প্রতি কুমিল্লার চান্দিনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি পথসভায় আসলেও সেখানে আতিকুল আলম শাওন সে সভায় তাকে দেখা যায়নি। তবে রেদোয়ান আহমেদ বলেন, চান্দিনায় হাতে গুনা ক’জন বিএনপির নেতা ছাড়া সবাই তার সাথে রয়েছে বলে দাবি করেছেন। যে কারণে তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করার কাজেই ড. রেদোয়ান আহমেদ বিভিন্ন স্থানে দলীয় সভা করে মান-অভিমান ভাঙানোর প্রচেষ্টায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে এক্যজোটের একাধিক নেতা দৈনিক ইনকিলাবকে বলেন, খুব শীঘ্রই বিএনপির নেতাদের সাথে এলডিপির সকল সমস্যা দূর করে একজোট হয়ে বিএনপি এলডিপি ভোটের মাঠে নামবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তবে এই আসনে শেষমেশ নৌকা ও আর ধানের শীষের হাইভোল্টেজ ভোটযুদ্ধ হবে বলে মনে করছেন ভোটাররা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন