বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নারায়ণগঞ্জে লড়াই হবে জমজমাট

নারায়ণগঞ্জের ৫টি আসন

নারায়ণগঞ্জ থেকে মোঃ হাফিজুর রহমান মিন্টু | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের পাচঁটি সংসদীয় আসনে ৩৬ জন প্রার্থী ভোটের ময়দানে অবুীর্ণ হলেও মূল লড়াই হবে নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে। তবে স্বচ্ছ নিরপেক্ষ ও সুষ্ট নির্বাচন অনুঠিত হলে ৫টি আসনই হারাতে পারে আ.লীগের মহাজোট। আর যদি ২০১৪ সালের ৫ জানুয়ারির মু নির্বাচন অনুষ্ঠিত হয় তা হলে ৫টি আসনই পাবে আ.লীগের মহাজোট।
নারায়ণগঞ্জের পাঁচটি আসনে আ.লীগের তিন প্রার্থী পেয়েছেন নৌকা প্রতীক। মহাজোটের শরীক দল জাতীয় পার্টির দুইজন পেয়েছেন লাঙল। বিপরীতে পাচঁটি আসনেই বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন।

এ দিকে ভোট যুদ্ধে অবুীর্ন আ.লীগের নৌকা ও তাদের অন্যতম শরীক জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থীদের সমর্থক নেতাকর্মীরা বিনা বাধায় আনন্দ মুখর পরিবেশে মিছিল করে নির্বচনী মাঠে। তাদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে শহর-বন্দর-হাট-বাজার ওলি-গলি। কিন্ত প্রতিপক্ষ ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় ঐক্য জোটের প্রার্থী নেতাকর্মী-সমর্থকগণ গায়েবি মামলা-হামলা গ্রেফতারের আশংকায় নির্বাচনী এলাকায় থাকতে পারছেন না। কোথাও তাদের ব্যানার পোস্টারও নজরে পড়ছে না। বিএনপি নেতা-কর্মীরা জানিয়েছেন এই নির্যাতন জুলুমের মধ্যে তারা ভোটারদের ঘরে ঘরে দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীদের পক্ষে বেগম খালেদা জিয়ার মুক্তিও গণতন্ত্র উদ্ধারে ভোট ভিক্ষা চাইছেন। তারা জানিয়েছেন, ভোটারদের কাছ থেকে যে প্রতিশ্রুতি পেয়েছেন তা থেকে বোঝা যায়, ভোটাররা যদি ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করতে পারে তা হলে ভোট বিপ্লব ঘটবে।

নারায়ণগঞ্জ-১ আসনে প্রার্থী ৭ জন। এদের মধ্যে গোলাম দস্তগীর গাজী নৌকা, কাজী মনিরুজ্জামান ধানের শীষ, জাতীয় পার্টির আজম খান লাঙল, জাকের পার্টির মাহফুজুর রহমান গোলাপ ফুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ইমদাদ উল্লাহ হাতপাখা, সিপিবির মনিরুজ্জামান চন্দন কাস্তে, স্বতন্ত্র প্রার্থী হাবিব রহমান সিংহ।

নারায়ণগঞ্জ-২ আসনে মোট প্রার্থী ৪ জন। এদের মধ্যে নজরুল ইসলাম বাবু নৌকা, নজরুল ইসলাম আজাদ ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাসিরউদ্দিন হাতপাখা, সিপিবি হাফিজুল ইসলাম কাস্তে।
নারায়ণগঞ্জ-৩ আসনে মোট প্রার্থী ৮জন। মহাজোটের শরীক জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা লাঙল, বিএনপির আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ, আ.লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার স্বতন্ত্র সিংহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সানাউলা ন‚রী হাতপাখা, সিপিবির আবদুস সালাম কাস্তে, জাকের পার্টির মুরাদ হোসেন জামাল গোলাপ ফুল, তরিকত ফেডারেশনের মজিবুর মানিক ফুলের মালা, জেডিসির এএনএম ফকরউদদ্দিন তারা।

নারায়ণগঞ্জ-৪ আসনে মোট প্রার্থী ৯জন। এদের মধ্যে এমপি শামীম ওসমান নৌকা, জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি মনির হোসেন কাসেমী ধানের শীষ, জাতীয় পাটির সালাউদ্দিন খোকা মোল্লা লাঙল, কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার গামছা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়াজী উল্লাহ মাতবর হাতপাখা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহমুদ হোসেন কোদাল, সিপিবির ইকবাল হোসেন কাস্তে, খেলাফত মজলিসের জসিমউদ্দিন বটগাছ, বাসদের সেলিম মাহমুদ মই।

নারায়ণগঞ্জ-৫ আসনে মোট প্রার্থী ৮জন। এদের মধ্যে নাগরিক ঐ্যকের প্রার্থী এস এম আকরাম ধানের শীষ, মহাজোটের শরীক জাতীয় পাটির সংসদ সদস্য সেলিম ওসমান লাঙল, জাকের পার্টির মোর্শেদ হাসান জামাল গোলাপফুল, সিপিবির মন্টু ঘোষ কাস্তে, বাসদের আবু নাঈম খান বিপব মই, ইসলামী আন্দোল বাংলাদেশের হাজী আবুল কালাম হাতপাখা, ইসলামী ফ্রণ্টের চেয়ারম্যান আলামা সৈয়দ বাহাদুর শাহ চেয়ার, খেলাফত মজলিসের হাফেজ মো: কবির হোসেন দেয়াল ঘড়ি।
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ ৫টি আসনের ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রের নারী ও পুরুষ ভোটাদের সংখ্যাও উল্লেখ করা হয়েছে। নারায়ণগঞ্জ ৫টি আসনে সর্বমোট ৭শ ৪৫টি কেন্দ্রে ২০ লাখ ৩০ হাজার ৫শ ৪১ জন নারী ও পুরুষ ভোটার রয়েছে।

তালিকায় দেয়া তথ্যে জানা যায়, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সর্বমোট ভোট কেন্দ্র ১শ ২৭টি, যার মধ্যে পুরুষ ও মহিলা ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৪৯ হাজার ৯০১ জন। আর নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ভোট কেন্দ্র ১শ ১৩টি এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৫১৩ জন আর পুরুষ ভোটার ১ লাখ ৪৩ হাজার ৯৭০ জন। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁর) আসনের ক্ষেত্রে ভোট কেন্দ্র ১শ ১৮টি এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৬৫ জন আর পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৭১৫ জন। অপর দিকে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের ভোট কেন্দ্র ২শ ১৬ টি যেখানে মোট ভোটার সংখ্যা নারী ও পুরুষ মিলে ৬ লাখ ৫২ হাজার ২৬ জন। এছাড়া নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ভোট কেন্দ্র সংখ্যা ১শ ৭১ টি যেখানে সর্বমোট ভোটার সংখ্যা নারী ও পুরুষ মিলে ৪ লাখ ৪২ হাজার ৩শ ২১ জন।
নির্বাচন কমিশনারের দেয়া তালিকার হিসেবে এবার একাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ ৫টি আসনে ৭শ ৪৫টি কেন্দ্রে সর্বমোট ২০ লাখ ৩০ হাজার ৫শ ৪১ জন ভোটার তাদের ভোটাদিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন