শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বেতাগীতে ধানের শীষের গণসংযোগ

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী-বামনা ও পাথরঘাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বেতাগী উপজেলার বিভিন্নস্থানে প্রচারনা চালিয়েছেন।
গত বুধবার উপজেলার বেতাগী সদর ইউনিয়নের পুলেরহাট, বেতাগী পৌরসভা, কাজিরাবাদের চান্দখালী, হোসনাবাদের জলিশার হাট, বিবিচিনির ফুলতলা এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন।
এ সময় বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদ আব্দুল হালিম, উপজেলা বিএনপির আহবায়ক জলিলুর রহমান খান নান্না, পৌর বিএনপির আহবায়ক হুমায়ূন কবির মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক জাকির হোসাঈন, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান সহ অন্যারা সাথে ছিলেন।
এসময় বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ মার্কায় ভোট চান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন